এক বুক কষ্ট নিয়ে আজো প্রতিক্ষায় আছি
হাজারো অজানা -অচেনা পথ পেরিয়ে
যদি আবার ফিরে আসো!
যেমন করে সাথী হারা কপোতী শিকারির বন্দিশালা থেকে -
ফিরে আসে মুক্ত আকাশে ডানা মেলে।
এসো তুমি একটি মুহূর্তের জন্য-
শুধু একবার ,
দেখবে শূণ্য নিকষ হৃদয় মাঝে
এখনো অকৃত্তিম ভালবাসার ছাপ-
রয়েছে অবিকল , একটুও বদলায়নি
পুস্তকের মাঝে যেমন লিপিগুলি মিশে আছে।
হয়ত দৃশ্যমান নয়, তবু স্পষ্ট অনুভব করবে -
আমি -সেই আমিই রয়ে গেছি-
তোমার বাদল হয়ে।
ঠুনকো কাঁচের মত তা -
ভেঙ্গে টুকরো টুকরো হবার নয়,
্ শ্যাওলার মত জোয়ারের জলে-
ভেসে যাবারও নয়-কিম্বা-
পদ্ম পাতায় শিশিরের জলও নয়-
হালকা বাতাসে ঝরে যাবে ।
প্রচীন কালের প্রস্তরে খোঁদাই করা -
লিপির মত আজো অম্লান।
এসো তুমি অর্পনা -দেখবে ,
খোদিত সে লিপিগুলি দীপ্ত ।
এসো তুমি ফিরে - আজানা , অচেনা পথ পেরিয়ে।
             ***