আজি বৈশাখে
মোসলেম উদ্দিন মনির,
।।
আজি বৈশাখে বিবর্ণ চন্দনার পাড়ে আসবে কী অনামিকা?
থৈ থৈ জল নেই, স্রোত নেই, কৃষক বীজতলা করেছে বেশ;
ধানও লাগিয়েছে কিছু।
যদি তুমি আসো -
পড়ন্ত বিকেলে সবুজ ঘাষের কার্পেটে হাঁটবো দু'জন,
এক জোড়া হাঁস সারাদিন কাঁদাখোচে নীড় ফেরার তরে -
সূর্যটা ডুবে যাবে লাল টকটকে রক্তরাঙা
চেয়ে চেয়ে দেখবো অপলক ;
বাসন্তী শাড়ীতে দারুন মানায় তোমায়,
গোলাপী ওষ্ঠে হালকা লিপিষ্টিক যেনো দক্ষ কারিগরের গড়া প্রতিমা মত লাবণ্যময়।
মনে আছে  তোমার -
সেবার বৈশাখী মেলায় বটতলে বসে
আমার বুকে মাথা রেখে বলেছিলে -
' চলনা কোথায়ও হারিয়ে যাই।'
আমি সাড়া দেইনি বলে সেই যে গেলে ;
কে জানতো সেটাই তোমার শেষ যাওয়া হবে?
তারপর- কেটে গেছে বাইশটি বছর,
কোন বৈশাখী মেলায় যাইনি।
চলে এসো অনামিকা এই বিবর্ণ চন্দনার পাড়ে,
শুধু একবার,
কোন অধিকার দাবী করিনা
বাসন্তী শাড়ীতে দেখবো বলে,
তারপর- সূর্যটা ডুবে গেলে চলে যেও
কোন বাধা দিবোনা-
তার অধিকারও নেই একেবারে ।
***
রচনাঃ পহেলা বৈশাখ-১৪২৯,
            ১৪ এপ্রিল-২২।