সেটাই যে শেষ দেখা
একদম বুঝতে পারিনি সাগরিকা,
একদম না।
সূর্যের আলো যেমন করে আছরে পরে সবুজ ঘাসের বুকে
তেমনি করে আমার বুকে মিশে ছিলে;
তোমার রক্তরাঙা ওষ্ঠ কি দারুণ কাঁপছিল অজানা ভয়ে
অশান্ত কুন্তল দুলছিল দক্ষিণা বাতাসে,  
শক্ত করে জড়িয়ে ছিলে চোখ দু'টি বন্ধ করে;
তোমার শরীরের উঞ্চতায়
উজ্জীবিত হয়ে ছিলাম
যা আজো স্পষ্ট অনুভব করি।পরিস্কার মনে আছে সাগরিকা-
তুমি বলেছিলে এ বাঁধন যদি শেষ না হত!
তারপর কেটে গেছে অনেকটি বছর-
হয়তোবা ভুলেই গেছ তুমি,
আর আমি হারিয়ে গেছি তোমার স্মৃতির পাতা থেকে।
জানিনা আজ কোথায় আছ,
কেমন আছ?
জানবার ইচ্ছা জাগলেও প্রয়োজন মনে করিনি একদম।
।।
অজয় বাবু সেদিন যা বললো
তা না জানাই বুঝি ভাল ছিল।
শুনেছি তুমি আর সেই আগের মত নেই-
তোমার চারিপাশে অগণিত কামুক পুরুষের আনাগোনা,
নিঃশ্চিন্তে প্রবেশাধীকার তোমার গৃহে ।
বাহ্!
কী চমৎকার!!
অন্ধকার নিশিতে তোমার ঘাটে অনেক নাও
বলতে বড় কষ্ট হয় -
তুমি এখন বার বণিতা।
         ****