মায়ার ইন্দ্রজালে আটকে ছিলাম বলে-
ভালোবাসার শিকলে শৃঙ্খলিত হয়ে গেছি ,
হৃদয়টা চাপাপরা ঘাসের মত ফ্যাকাসে বিবর্ণ
রংচটা দেয়ালের মত লোনাধরে খসে পরছে অবিরত,
আর আমি তা চেয়ে চেয়ে দেখি নিশিদিন।
মোহটা কাটেনি বলে কষ্টগুলো বিদ্রোহ করে,
সংঘবদ্ধ হয়ে স্লোগান তুলে ধেয়ে আসে আমারি পানে।
হৃদয়ে নিরব রক্তক্ষরণ হয়, দেখা যায়না - দেখানোও যায়না,
কেবলি শুধু বেদনাগুলো লালন করি পরম যত্নে,
আলিঙ্গন করি পরম আদরে।
সে তুমি বুঝবেনা অনন্যা,
বুঝবার স্পৃহা তোমার একেবারেই নেই।
সাথীহারা বিহঙ্গের বিরহ যন্ত্রনা  কে কবে বুঝেছে বলো?
সে অনুভূতি অনুভবের.....
অথচ ভগ্ন হৃদয়ের আকুতি বুঝেও কেউ যখন বোঝেনা
অনর্থক তা বলতে যাওয়াই বুঝি আর এক যন্ত্রনা!
এখন কষ্টগুলো আমায় বড় সুখ দেয়,
স্বস্তি খুঁজি হাজারো লাল-নীল কষ্টের মাঝে।
বেড়ায়া মনটা বড়ই হায়া ছাড়া,
তাই তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছে জেগেছিল;
উঞ্চ পরসে পুলকিত হতে, অবগাহন করতে।
তোমার শরীরে মাখা পারফিউমের গন্ধে মাতোয়ারা হতে।
           ****