নিরব বেদনাগুলি  খাঁচায় আটকে থাকা বিহঙ্গের মত পাখা ঝাপটায়,
পাথরে চাপা ঘাসের মত ফ্যাকাসে হয়ে দুমড়ে-মুছড়ে থাকে,
দুঃসহ যন্ত্রণায় অনুভূতিগুলি বারুদের মত বিস্ফোরিত হতে চায়-
ঠিক বিদ্যুৎ চমকানোর মত বিকট শব্দ করে।
মিথ্যের যাঁতাকলে সত্যের পরাজয় চেয়ে চেয়ে কে দেখবে বলো?
সে আর এক যন্ত্রণা -
অতল গভীরে যার বসবাস তার তল কি আর মেলে!
।।
অবিরাম বয়ে চলা স্রোতস্বিনীর গতিধারা আটকে দিলে -
কী এমন ক্ষতি -
তবে ভাঙ্গের তাণ্ডব রুখবার সাধ্য কার,
তেমনি করে জমাট বাঁধা অনুভূতির  বিস্ফোরণে একদিন-
চূর্ণবিচূর্ণ হবে তোমাদের মিথ্যের বেসাতি,
খুলে যাবে যত সব বন্দী খাঁচার ফটক
হিরোশিমা -নাগাসিকায় আঘাত হানা পারমানবিক বোমার চেয়েও বেশি শক্তিময়তায়
আছড়ে পরবে তোমাদের বুকে
সেদিন কি করবে বলো?
***   ***  ***