আমার হৃদয়ে এখন আর খেলা
ঘরের স্বপ্ন নেই
নির্মম বাস্তবতার কঠিন আঘাতে
জর্জরিত মানষিকতা ।
আমি যেন এখন ঝলসে যাওয়া
বিবর্ণ এক পাথরের মূর্তি,
হাজার বছর যেন জ্বালামুখে জ্বলেছি
দুঃসহ বেদনার সুস্পষ্ট আঘাত
বুকের ভিতর চেপে।
কেউ কাছে টানেনি সামান্যতম
ভালবাসার সোনালী পরস দিয়ে।
।।।
আমার উঠানে এখন আর রজনী
গন্ধা ফোটেনা,
মনে হয়ে এখানে শুধুই বিবর
আর বিবরের বিষাক্ত ঘাঁটি,
জীবনের কানা গলিতে হারিয়ে যায় পথ।
আমি যেন এখন জ্বলন্ত গ্রেণেডের
আঘাতে বিধ্বস্ত ইরাকের যাদুঘর,
শিরায় শিরায় বিষাক্ত রক্ত ক্ষরণ।
ঝলসে যাওয়া মানুষের উৎকট গন্ধ,
আমার চারিদিকে বসরার বিবর্ণ গোলাপ,
আমার স্মৃতিতে এখন -
লিপির গলিত লাসের দুর্গন্ধ,
নক্ষত্রের আলো যেন -
নিকষ পাথরের বুকে দানা বাঁধা রক্তের চাপ।
আমি একদিন পৃথিবীকে চেয়েছিলাম
মোনালিসার দৃষ্টিতে ,
দূর থেকে নয়, একান্ত কাছে থেকে।
ভোরের আলোতে যেমন করে
দেখে নেয় পৃথিবীর সবটুকু রূপ এক সাথে,
তারপর পরিচিত পৃথিবীর বুকে-
মেলে দেয় ডানা
নীড়ে ফেরার স্বপ্ন জাগেনা বুকে।
বদলে গেছে সে পৃথিবী আমার ,
এখন উঠানে আর ঝিঁঝিঁরা
নিঃশঙ্কচে ডাকেনা
খাদ্যের প্রত্যাশায় ঘুঘুরা বসেনা আমার উঠানে,
এখানে হিংসার জন্ম দেয় প্রতিহিংসার
মানুষ - মানুষের পাশে যেন আর নিঃশঙ্কোচে নয়।
জীবন এখন নবমীর পুজা শেষে
উৎসর্গীত কোন এক প্রাণী,
ভূমি তলে যার কম্পিত ছায়া পড়ে থাকে।
বদলে যায় পৃথিবীর সব রূপ
তার চোখে নেমে আসে
সন্ধ্যার গাঢ়তর ছায়া।
*** *** ***