[একুশে ফেব্রুয়ারীতে মাতৃভাষা বাংলার জন্য,
বাংলা মায়ের যেসব দামাল ছেলেরা শহীদ হয়েছিলেন
তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে  নিবেদন। ]
...
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা মুখের বুলি,
এই ভাষাতেই গল্প শুনি
এই ভাষাতেই চলি।
..
এই ভাষারই তরে মোরা
করেছিলাম লড়াই
এই ভাষারই জন্যে এখন
করি মোরা বড়াই।
...
এমন কথা শুনেছো কি
ভাষার জন্য জীবন?
আমরাই সেই বঙ্গভাষী
ভাষার জন্য মরণ।
..
সালাম বরকত রফিক শফিক
জব্বার শফিউর
আরো ছিল নাম জানিনা
আছেন কবর পুর।
...
রক্তমাখা কোর্টটি এখন
আছে যাদু ঘরে
লেখলে আহা্ অশ্রু ঝরে
আঁখি দুটি ভরে।
...
উর্দূ নামটি শুনলেই এখন
হাত নিসপিস করে
ইচ্ছে করে থুতু ছিটাই
তোদের মুখের পরে।
  ***