একুশ আমার রক্তে লেখা
ঐতিহাসিক দিন,
একুশ আমার বাংলা ভাষার
না ফুরানো ঋণ।
...
ফেব্রুয়ারির সেই দুপুরে
অকুতোভয় বীর
সালাম বরকত রফিকেরা
নত করেনি শির।
....
বুকের রক্ত ঢেলে দিল
রাজ পথ হলো রাঙা
ভাষার জন্য জীবন যাবে
ছিলো কী আর জানা?
....
আছেন তাঁরা কবর দেশে
হয়তো হাঁসি মুখে
আমরা এখন কথা বলি
পরম তৃপ্তির সাথে।
...
মায়ের ভাষা বাংলা মোদের
বড় গর্বের বুলি,
বাংলায় বলি বাংলায় চলি
হেঁসে খেলে দুলি।
...
পাকিস্তানি শাসন তো নয়
ছিলো শয়তানী,
বুঝে শুনে তোদের প্লান
দিছি কুরবানি।
...
বাংলা ভাষা এখন তো আর
শুধুই বাংলায় নয়
গোটা বিশ্বে গর্বিত হয়
হেলা করার নয়।


      ***