অপলক চেয়ে আছি আকাশ পানে
বায়ু তরঙ্গে কখন ভেসে আসবে শব্দ
বেজে উঠবে আমার সেল ফোনের
রিং টোন,
মিনিট, ঘন্টা,দিন,মাস, বছরের পর বছর অপেক্ষায় আছি-
রিং টোন বাজলেই আঁৎকে উঠি
বড় প্রত্যাশা নিয়ে চোখ রাখি
সেল ফোনের মনিটরে ,
হতাশ- ভীষন হতাশ হই
যখন দেখি সেই পরিচিত নম্বর নয়
সাথী হারা বিহঙ্গের মত
ব্যর্থ হয়ে চোখ ফেরাই
রিসিভ বাটনে প্রেস করিনা একদম ।
অথচ কতবার তুমি বলে গেলে
কথা হবে,
দেখবে তোমার সেলফোনে ......
সাগরিকা এমন করে না বল্লেই বুঝি পারতে,
এখনো অপেক্ষায় আছি
যদি ভুল করে আবার কখনো
ভেসে উঠে সেই পরিচিত নম্বরটি
সেলফোনের মনিটরে - সেই প্রত্যাশায়....
   ***