বিরাট অন্যায়,বিরাট অন্যায়,
এমন কি কেউ করে
ধর বেটিরে, মার বেটিরে
চুপ আছিস কিসের তরে?
..
সরকারী মাল করছে চুরি
যতই উপোষ থাকুক
উচিৎ শিক্ষা দিতেই হবে
চুরির বিচার জানুক।
...
অভাব আছে তো হইছেটা কী?
মরুক অনাহারে
তাই বলে কী করবে চুরি
মাইয়া মানুষ হয়ে।
.....
হাত কেটে দাও, চুল কেটে নাও
ওরে ছেড়ে দিওনা
জুতা মারো- ঝাঁটা মারো  
ক্ষমা করিও না।
.....
লজ্জাও কী আছে বেটির
মিট মিটিয়ে হাসে
মোড়ল সাহেব কয়না কথা
কি যেন কী ভাবে।
....
বল্লাম আমি -
ও বাবাজি হচ্চে কেন দেরি?
মোড়ল কাকা পান চিবোয় আর
মুখো ধরায় বিড়ি।
....
চেয়ারম্যান সাব আসলে পরে
বিচার হবে শুরু
তাইতি সবে  আছেন বসে
ছায়া তলে তরুর।
....
দলে বলে আসলেন তিনি
বসলেন চেয়ার পেতে
চোর বেটিরে আনা হলো
পিঠ মোড়াদে বেঁধে।
...
জিজ্ঞেস  করেন মোড়ল বেটা
কেন করেছ চুরি?
বলতে পারি আগে যদি
খোলেন হাতে দড়ি।
....
চৌকিদারে খুলে দিলে
কহে চোর বেটি
বাচ্চা দুটি অনাহারে
তাইতে করছি সেটি।
...
সবাই বললে স্বীকার করছে
রায় হবে সঠিক,
জুতার মালা গলায় দিয়ে
ঘুরান চারিদিক
....
চোর বেটি কয় অকপটে
আপত্তি নাই জনাব
রিলিফের মাল কোথায় গেলো
সেটি বলেন সাফ।
...
আমি না হয় করছি চুরি
অনাহারীর তরে
রিলিফের মাল গায়েব হলো
তার বিচার কে করে।
....
এই শুনিয়া বিচার পতির
মাথা গেলো ঘুরে।
চোর বেটিরে ছেড়ে দিয়ে
পালিয়ে গেলো ঘরে।
      ***