[রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার "মোহাম্মদ আলী একাডেমীর" প্রধান শিক্ষক, পাংশা-কালুখালি উপজেলার শিক্ষা  কল্যাণ ট্রাষ্টের সাবেক সভাপতি, আমার অতি শ্রদ্ধাভাজন, প্রাণপ্রিয় জনাব রেজাউল আলম(হুমায়ুন)  স্যারের চাকুরী অবসরে গভীর শ্রদ্ধায় আমার নিবেদন।]
**************
তুমি রেজাউল তুমি উপযুক্ত উদার এক গুনের প্রতিভা,
তুমি হুমায়ুন নির্ভীক এক কর্তব্যনিষ্ঠ কর্ম বীর সৈনিক।
তুমি শিক্ষক সমাজে এক মহাকাব্য,
অন্যায়ের প্রতিবাদে তুমি অগ্নিগিরির মত ফুঁসে উঠেছো
তোমার রক্ত লাল চোখে ঝরেছে অগ্নির স্ফুরণ,
অথচ ন্যায়ের কাছে থেকেছো নিরব।
ন্যায্য অধিকার আদায়ে তুমি ছিলে অকুতোভয় এক উজ্জ্বল কণ্ঠস্বর।
অসাধারণ ব্যক্তিত্ব ফুটে উঠেছে তোমার গাম্ভীর্যপনায়,
তোমার বুকে ভালবাসার এক মহাসাগর উৎসারিত হয়েছে অবিরাম।
গভীর সংকটে তুমি ছিলে অবিচল  ধৈর্যশীল এক অনন্য অসাধারন  মানব -
এতটুকুও বিচলিত হতে দেখিনি কখনো।
অপরের দুঃখ কষ্টে তোমার করুণা ছিল অপার,
ছুটে গেছো বিপদাপন্নের কাছে
আপন করে বুকে টেনেছো নির্বিচারে।
তুমি ছিলে না কখনো নিরানন্দ
হেসেছো, গেয়েছো, নৃত্যের তালে মেতেছো নিজেও।
তোমার হৃদয়টি  মহাসাগরের মতো বিশাল, বড়ত্বের পাহাড়।
শুধু নিজেকে নিয়ে নয়,
পরার্থে বিলিয়ে দিয়েছো  অবলীলায় ।
কে বলেছে কর্মের আজ তোমার শেষ দিন?
আমি মানি না,
আমি মানবোনা,
আজি হতে তোমার কর্মের হলো শুরু
কেননা তুমি যে মোদের গুরু।
হে কর্মচঞ্চল বীর
আজ হতে তোমার মধ্যে নতুন শক্তির সঞ্চার হবে,
তুমি পাবে অসীম শক্তি
তুমি পাবে দীর্ঘ আয়ু।
মর্ত্যলোকে এখনো তোমার দেবার  আছে অনেক বাকি,
তার তরেই মোরা থাকি তাকিয়ে।
  ****