তুমি কোন অলোকে রয়েছ লুকিয়ে যাচিয়ে পাইনি আজো দিশে,
হেঁটেছি অনেক পথ, দূর সিন্ধু হতে মরু সাহারা যায়বর।
সিলেটের চা বাগানের সবুজের সমারোহে -
মাধবকুণ্ডর জলপ্রপাতে হাজারো পর্যটকের ভিড়ে,
সেথা নাহি পাই তোমারে,
নাফ নদী পেরিয়ে,নীল সাগর মাড়িয়ে প্রবাল দ্বীপে-
সমুদ্র ঢেউ যেখানে আছড়ে পড়ছিল
সেথাও  খু্ঁজেছি অবলিলায়।
দারুচিনি দ্বীপের দেশে সিংহল সমুদ্র পাড়ে -
নোঙ্গর করেছি বার বার সপ্ত ডিঙ্গার নাও ;
সুমাত্রা জাভা কম্বোডিয়া থেকে সাইবেরিয়া অবধি,
ভয় করিনি শ্বাপদ সংকুল প্রতিকূলতা  
মহাবন আমাজান অরণ্য মাঝে খুঁজেছি নিবিড় তন্ময়তায়।


ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা সেথাও মেলেনি দেখা।
জানো অনন্যা এভারেস্টও জয় করা যেতো যতটা হেঁটেছি পথ,
ডুবন্ত টাইটানিক উদ্ধার সেও বুঝি অসম্ভব নয়
তবু তোমায় খুঁজে মেলা ভার;
জানিনা কোন অলক্ষ্যে বসে আমারে দহিছো নিশিদিন,
কি সুখ লভিছো বলো, দেখিছো রহস্য অমলিন।
অন্ধকার প্রকোষ্ঠে ফাঁসির  কয়েদির মত হরদম প্রহরগুণি
কখন জল্লাদ জমটুপি হাতে আহব্বান জানাবে মঞ্চে দাঁড়াতে,
সে কি আর বুঝিবে তুমি?
যখন শুনিবে দেহখানি নিরব নিথর অথচ জমাট পাথরসম,
হয়তো এক রহস্যের হাসি হাসিবে তুমি
রূপের সগৌরব অহংকার রাখিতে অটুট।
          ***