আমি এক মহা অন্ধকার  কারাগারের প্রকোষ্টে অন্তরীন,
এখানে দিনে রবির আলো নেই
নীশিতে নেই জ্যোৎস্নার চাঁদনী।
দহন জ্বালার অসহ্য কষ্টের সীমাহীন যন্ত্রনা,
গগণ বিদারী চিৎকার- কংক্রিটের দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আমারি কাছে।
অব্যক্ত শব্দগুলি আটকে থাকে বুকের মাঝে
খাঁচায় বন্ধি  বিহঙ্গ যেমন
ছটফটায় মুক্তির প্রত্যাশায়।
।।
জানি আমার মুক্তি নেই
মুক্ত আকাশে ডানা মেলার স্বপ্ন ব্যর্থই থেকে যাবে,
দহণ  জ্বালার এ অণল নিভবে না কোন দিন,
অতৃপ্ত রয়ে যাবে জীবন্ত আগ্নেয়গীরির মত,
দিনে ঠিকরে পরবেনা রবির কর-
নীশিতে ছড়াবেনা অন্ধকার ভেদ করে চাঁদের আলো,
জীবনের পৃথিবী জুড়ে এখন নীরেট  কালো ।
        ***