তোমাকে পাঠিয়েছি খোলা চিঠি-
ডাক পিয়নের হলুদ খামে নয়
ভালবাসার নীল খামেও নয়
লাভ লেটারের পুষ্প সজ্জিত প্যাডে নয় -
নেহায়েত দাগটানা এক পাতা কাগজে ।
খুব বেশি কিছু দাবী করে নয়
মিথ্যে ভালবাসার বেসাতি ছড়াতে নয়-
নয় তোমার গলে পরাধীনতার শিকল পড়াতে।
শুধু একটা কথা জানতে মৌমিতা
হৃদয় মাঝে ঝড় বইছে বিরামহীন ,
অথচ খোলা চিঠির উত্তর আজো পাইনি
আর কোন অধীকার দাবী না করলেও -
খোলা পত্রের উত্তর দাবী করতেই পারি-
যে অধীকার তুমিই আমাকে দিয়েছিলে।
আচ্ছা চিঠিটা তুমি পড়েছিলে কি
আগের মত যত্ন করে?
নাকি অবহেলে ,ঘৃণায় ফেলে দিয়েছ ময়লা জলে??
খুব জানতে ইচ্ছে করে মৌমিতা,
বড় ইচ্ছে করে।
          ****