অজস্র নির্মম স্মৃতিকে পাশ কাটিয়ে নিরব দহনে জ্বলছি অবিরাম,
অব্যক্ত ভাষাগুলো দুমরে মুছড়ে  বুকের পাঁজরে -
নিরেট প্রস্তরের মত দলা বেঁধে আছে,
আগ্নেয়গিরির জ্বালামুখে যেমন গলিত লাভা জমাট বেঁধে থাকে।
কষ্টগুলো কসাইখানার ধারলো অস্ত্রের মত ঘা মারে দয়ামায়াহীন,
পশুর লাল মাংশের মত টুকরো টুকরো হয় লালিত স্বপ্নগুলো,
জমটুপি পড়িয়ে ভয়ঙ্কর জল্লাদ নিয়ে যায় ফাঁসির মঞ্চে-
অপেক্ষায় থাকে সুইচটেপার সংকেত পেতে,
আর আমি নিরুপায় নিঃশব্দে ছটফটাই নিশ্চিত মৃত্যু জেনেও।
সে মৃত্যু জীবনের নয় অনন্যা-
আমার তিল তিল গড়ে তোলা ভালোবাসার;
অথচ একবারও ডাকনি ভালোবাসার মধুর পরসে -
বরং তাচ্ছিল্ল্যের অট্টহাসিতে তামাশায় ডুবিয়েছ।
তোমার রূপ নয়, উন্মত্ত যৌবনের স্বাদও নয়,
নিখাদ ভালোবেছিলাম, একটু ভালোবাসা পেতে,
এরচেয়ে বেশি কিছু দাবী করে নয়।
সে ভালোবাসা বুঝি এখন পদদলিত,
পরাজিত সৈনিকের মত পরাভূত -
আর আমি তা চেয়ে চেয়ে দেখি ব্যর্থতার নির্মমতা।
             ***