স্মৃতির ডায়রী থেকে হারিয়ে গেছে অনেক কিছু
অথচ যা কখনো হারাবার নয়,
যা মুছে যাবারও নয়,
এ যেন ঋতু পরিবর্তনের মত -
বৃক্ষের পাতা ঝরা
নতুন পাতা গজাবার তরে।
পোশাকের মতই বদলাতে চাও সব,
তবুও বলি - কিছু স্মৃতি মুছে ফেলা
যায়না নন্দিতা
বোধকরি পৃথিবীর দামী সাবান কিম্বা ডিটার্জেন্টেও নয় ।
ভালবাসা কি এতই তুচ্ছ-
তা কি আর জলের লিখন
সহজেই মিলে যাবে?
বিহঙ্গ যেমন বুকের কাছে আগলে
রাখে ডিমগুলি ছানা ফোটার প্রত্যাশায়
তোমাকে তেমনটিই রেখেছিলাম একান্ত আপন করে ডানার আড়ালে ,
কেমন করে বেড়িয়ে গেলে -
তার সন্ধান আজো মেলাতে পারিনি ।
স্মৃতির পাতা মেলে ধরি
ভারী লেন্সের সম্মুখে
ঝাপসা অন্ধকারে মেলাতে পারিনা বদলে যাবার হিসাব,
যা আজো গড়মিলই রয়ে গেল।
অথচ কষ্টের হিসাব সহজেই মিলে গেল
যা একান্ত আমার-
যে হিসাবের কোন হিসাব রক্ষকের
প্রয়োজন নেই।
     ***