নেশার ঘোরে ছুটে চলি
এম. ইউ . মনির ,
।।।
সময়ের কঠিন বাস্তবতা সে বড়ই নিষ্ঠুর
জীবনের বাস্তবতার সাথে বুঝি তার নিবিঢ় সম্পৃক্ততা,
বড়ই বৈচিত্রময় তার গভীর রহস্য
যা ভেদ করা দুঃসাধ্যই নয় ভয়ঙ্কর বটে ।
আমি এক বোকা , বোকার বোকা -
যাকে বলে রাম বোকা
আলো ভেবে আলেয়ার পিছু ছুটে চলেছি নিরন্তর,
বাদ নাই, বিচার নাই অবিরাম হেঁটেছি বহু পথ,
হিসাবের খাতা মেলেনি আজো
দেখিতে সুখের রথ।
ভূজঙ্গের মাথায় মনি খুজি আমি
ঝিঁনুকে খুঁজি মুক্তা
সব আশা মোর ভেঙ্গে যায় আজি
বালির বাঁধের মত।
তবু কেন ভাঙ্গেনা ভ্রান্তি জেনে বুঝে করি বিষ পান
নেশার ঘোরে ছুটে চলি আমি
সাথী হারা বিহঙ্গের মত ডানা মেলে অম্বরে দিক- বিদিক।