হেমন্তের প্রথম সকালে -সূর্যের সোনালী করে
আমনের গন্ধ ভরা সুবাসে কৃষাণের হাসির মত-
নিষ্কলুস প্রত্যাশাগুলি আমার হৃদয়
জমিনে একগুচ্ছ বাসা বেঁধে আছে
দুপুরের খড়তাপে শুকনা চকচকে
ধানে ভরবে গোলা-
তেমনি করে বিন্দু বিন্দু জমানো ভালবাসায়
আমার হৃদয় জমিনেও পরিপূর্ণ হবে
সেই প্রত্যাশায় অহর্নীশি
ঠিক যেমন করে চেয়ে থাকে সাথী হারা বিহঙ্গ তার বিহঙ্গীর তরে।
জানি নন্দিতা সে বিশ্বাস আমার নিখাদ
ভোরের শিশিরে সূর্যর কিরণ যেমন উজ্জ্বল -ঠিক তেমনি।
আমার ভালবাসার কাননে করবীর চাষ হয়না
এখানে পুষ্পিত গোলাপের সঞ্চিত রাশি
কাঁটাগুলি যার নিত্য অতন্দ্র প্রহরী।
শুধু তোমারই প্রতিক্ষায় আছি
একগুচ্ছ লাল গোলাপ তোমার
কারু খচিত হাতে তুলে দেব বলে,
নন্দিতা চলে এসো তুমি
মেঠো পথ বেয়ে , হেমন্তের পাকা ধানের আলপথ বেয়ে।