নারী মাতা, নারী ভগ্নি,  জায়া, কণ্যা দেবী
নারী তুমি নমস্য, পুজিতে না করি দেরি।
মমতাময়ী মাতা তুমি রক্ত মাংসে গড়েছ দেহ
বড় অসহায় ছিলাম এগিয়ে আসেনি কেহ।
স্তনের নির্যাস করেছি পান সঞ্চারি শক্তি
কতটুকু পেরেছি মা করিতে তোমায় ভক্তি?
জগতের মাঝে বড় হেলায় কেটে যায় খন
না খেয়ে তুমি খাওয়াও না পরে পরাও বসন।
ওগো মা,
আমি তোমার অবাধ্য তনয় বিশ্ব ধরা মাঝে
জায়া নিয়ে মেতে আছি - তুমি অনাহারী শেষে।
রোগে তোমার পথ্য নেই ঔষধ হয়নি কেনা,
বউ সোনারা খাচ্ছে লাচ্ছি  হচ্ছি আমি দেনা।
..
আমার মায়ে শয্যাশায়ী নানা রোগে ঘিরে
ওরা বলে মরলে বাঁচি আপদ গেলে চলে।
যার কারনে দেখি আমি সুন্দর ধরার মুখ
তার মৃত্যুই কেমনে দিবে জীবন চলার সুখ?


       ****