বসন্তে শিমুলের শাখে রক্তিম ফুলগুলি ফুটেছিল দারুণ!
ঠিক তোমারই ঠোঁটে রাঙানো লিপিস্টিকের মত।
কিছু ফুল ঝরছিল নিচে অবলিলায় সবুজ ঘাসের বুকে;
তুমি আর আমি কুড়িয়ে সে ফুল ভরে ছিলাম তোমার কোঁছ,
মনে আছে তোমার?
হয়তো সবই ভুলে গেছ আজ  সংসারের যত কাজে
আমি ভুলিনি - একদম ভুলিনি।
মনে করে দেখ নন্দিতা-
তুমি বলতে শিমুল ফুলে মালা হয়না?
অপলক তোমার মুখের দিকে চেয়ে বলতাম - ফুটে তো কত ফুল
সবই কি আর দেবতার পুজা হয় ;
অকাতরে পরে থাকে জমিনে অবিন্যাস্ত-অবহেলে,
পায়ের নিচে মাড়িয়ে যায় কত জনে-ফিরেও তাকায় না।
সেবার বিজয় দিবসে তুমি গাঁদা ফুলের মাল বেদিতে দেবে বলে-
শ্যামলী মাসীর বাগান করেছিলাম উলঙ্গ।
আজো স্পষ্ট কানে বাজে মাসীর দরাজ কণ্ঠের গালী
কিছুই গায়ে লাগেনি শুধু তোমারে দিতে পেরিছি বলে।
জানিনা এখনো বিজয় দিবসের ভোরে
শহীদের পূণ্য বেদিতে ফুল দিতে যাও কি'না,
শ্যামলী মাসীর বাগানে এখনো গাঁদা ফুল ফুটে থরে থরে
কিন্তু আর কখনো গাছগুলি ন্যাড়া হতে দেখিনি
সকালের সূর্যদয়ে রক্ত রাঙা ফুলগুলি চেয়ে থাকে রবির করে
ঠিক যেমন করে চেয়ে আছি বিশটি বছর তোমারই তরে।
          ****