নির্জন নিশিতে খুঁজেছি তোমায়
বর্ষার জলে ভিজে
কদমের ফুল হাতে দাঁড়িয়ে
তোমারই দড়জায় গিয়ে,

ভেজা বসনে ঝরেছে জল
মুছিনিকো এক ফোঁটা
ফুলের গুচ্ছ ছাড়িনি আমি
শক্ত হাতে ধরা তার বোঁটা।

বাতায়ন তোমার ছিলনা খোলা
দড়জায় আঁটা খিল
কোথা রাখি  ভাবিতে আমার
কাঁপছিল যে দিল।

বলেছিলে তুমি কদমের ফুল
প্রথম প্রেমের প্রতীক,
তাইতো আমি কুড়িয়ে নিয়ে
তোমারই বাড়ির পথিক।

ভুল করিনি এতটুকু আমি
পৌঁছে গেলাম ঠিক-
ডাকিতে আমায় কণ্ঠ কাঁপিল
পাইনি খুঁজে দিক।

দড়জার সামনে রাখিয়া আমি
ফিরিয়া আসিলাম ঘরে,
তারপর-
শুনেছি তোমাকে পাল্কি করিয়া
লইয়া গেছে ভীন দেশী এক চোরে,

কি আর এমন ক্ষতি হল মোর
হিসাব করিনি তার
এখনো আমার খোলা আছে
ভালবাসার দ্বার।

স্মৃতি গুলি খুব মনে পরে -
আজ ঘন বরিষার ক্ষণে
ভুলিতে পারিনা এখনো আমি
লেখা আছে মোর মনে।

কোথায় আছ -কেমন আছ
জানি নাকো মর্ম জ্বালা
এখনো কাছে রেখেছি আমি
কদমের ফুল এক ডালা।

শুকিয়ে যাবে ,
ঝরে যাবে সব পাঁপড়ি
তবুও আমি বার বার দেখি
কদম ফুলের ঝাঁপি।
       ****