জীবনের নির্লজ্জ অভিজ্ঞতাকে আর কতবার দেখতে হবে
আর কতবার বিশ্বাস করতে হবে প্রতিশ্রুতি ভঙ্গের,
জলজ্যান্ত স্বপ্নগুলো ভেঙ্গে গেছে সেই কবে কতদিন আগে
হিসেব রাখিনি তার, পুরনো হিসেব মেলানো ভার।
টুইনটাওয়ারের মত বিধ্বস্ত হয়ে গেছে হৃদয় জমিন,
রানা প্লাজার মত গুঁড়িয়ে গেছে এক সোনালী সকালে;
এখনো পঁচা লাশের দূর্গন্ধ ভেসে আসে নাকে,
স্বজন হারনোর আর্তচিৎকারে বাতাস ভারী হয়,
যেমনটি তোমার দেওয়া আঘাতে এখনো হৃদপিণ্ডে খুন ঝরে অবিরাম।
কনকনে কূয়াসাঢাকা রাতে খেজুর বৃক্ষের বুক চিরে চুঁয়ে পরে রস
বুকের জমিন ভরে গেছে  বেদনায় রসের হাঁড়ির মত,
তীক্ষ্ণ ধারালো ছ্যানের আঁচড়ের আঘাত কে বুঝে বলো?
নিরব বেদনায় জল ঝরে শুধু।
এখন শুধু চেয়ে চেয়ে দেখি তোমার সুখের নীড়
একজোড়া কপোত-কপোতীর নির্ঝর প্রেমালাপ লক্ষ্য করি;
নীরব বেদনা সয়ে যাই সব
একদিন যা ছিল সবই আমার অধিকারে-
কেমন করে যে তুমি বদলে গেলে অনন্যা
এখন ভাবতেও বড় কষ্ট হয় ,
অথচ কিছু বলবারও নেই।
           ***