শরতের শিশিরে ভেজা তোমার রাঙা চরণখানি খুব মনে পরে,
সকালের প্রথম সূর্য করে নগ্ন
পা দুটি গোলাপী আবিরে রাঙা
আজো ভুলিনি নন্দিতা।
এখনো কি শরতের স্নিগ্ধ সকালে
সবুজ ঘাসের গালিচায় শিশিরের
ছোঁয়া লাগে ,
জানি আমার ব্যাকুল জিজ্ঞাসা তোমার ঠিকানায় পৌঁছবেনা
ডাক পিয়ন হলুদ খাম নিয়ে খুঁজবেওনা কোনদিন ।
আচ্ছা নন্দিতা- অনন্ত দাসের পুকুর পাড়ের সেই
শিউলি তলায় ফুল কুড়ানো ,
যত্ন করে মালা গাঁথা,
তোমার কাকলী মাসীর দিয়ে খুব গোপনে
আমার জানালা দিয়ে পড়ার টেবিলে রেখে যাওয়া
মনে আছে তোমার?
জানি মনে রাখার মত সময় এখন আর নেই তোমার,
জানো নন্দিতা -
এখনো আমি শিশিরের সকাল খুঁজি
শিউলির মালা খুঁজি
শিশিরে ভেজা গোলাপী পা খুঁজি
কিন্তু তোমার মত করে আর কই !
শুনেছি শিউলী মাসী স্বর্গবাসে
অনন্ত দাস ইন্ডিয়াতে,
সেই পুকুর পাড়ের শিউলী গাছটিও নেই,
শুধু স্মৃতিগুলি ভেসে উঠে মনের বাতায়নে
যা ভুলা যায়না
যা ভুলবার নয়।
     ****