শীতের কূয়াসার মত আবছা অন্ধকারে ভালোবাসাও বুঝি চাপা পরে গেছে,
সকালে হীম শীতল জলের মত জমাট বরফে নিয়েছে রূপ,
হৃদয় মাঝে চীনের প্রাচীরের মত পুরু দেয়াল বাধা হয়ে গেছে।
বুঝতে পারছিনা অনন্যা তুমি কী সত্যি হারিয়ে গেছো?
তোমার অস্তিত্ব অনুভব করি-
সে কী শুধুই কল্পনা!
বেশ কয়দিন গগণে সূর্যের দেখাও মেলেনি একদম,
হলুদ সরিষা ক্ষেতের আলপথ মারিয়ে সেই কবে কত বছর আগে
হেঁটেছি দু'জন প্যারালাল সেদিন বুঝিনি শীত কারে বলে,
অথচ আজ বড্ড অনুভূত হয়, রক্তের উঞ্চতা বুঝি কমে গেছে।
স্মৃতির জমিনটা বড় বেয়ারা -
হাজারো চেষ্টাও যারে মুছে ফেলতে পারিনা,
বার বার ভেসে উঠে হৃদয়ের বাতায়নে;
ক্ষত-বিক্ষত হয় হৃদপিণ্ড, অবিরাম রক্ত ঝরে
অসহ্য যন্ত্রনায় কাতরাই অহর্নিশি।
তবু অপেক্ষায় আছি শুধু এবার দেখবো বলে,
তোমার শরীরের উত্তাপে হীম শীতলতা যাবে কেটে
সেই প্রত্যাশায় চেয়ে আছি-
সাথী হারা কপোত যেমন কপোতীর তরে চেয়ে থাকে।
         ***