তোমার কাছে চাইনা কিছুই আর
সব পেয়েছি আমি-
নিশুতি রাতের অন্ধকারে আলো
ছড়িয়ে পথ দেখিয়েছো-
গভীর সমুদ্র বক্ষে নিমজ্জিত হয়েছি
খড় কুটোর মত অবলম্বণ হয়ে
ভাসিয়ে রেখেছো ,
সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাত
ফিরিয়ে দিয়েছো-
পাখির ছানার মত পরম আদরে আগলে রেখেছ ডানার আড়ালে,
বল কি পাইনি আমি?
খুব কষ্টে তোমার শরীরের উত্তাপে
পুলকিত হয়েছি
ঝরে গেছে বেদনার স্তূপ
শীতে পাতা ঝরা বৃক্ষের মত।
তুমি আমাকে দিয়েছ একবুক নিরেট
বিশ্বাসের নিখুদ ভালবাসা
যাকে বুকে নিয়ে বেঁচে আছি
শুধু তোমারই জন্যে।
আর কিইবা চাইবার আছে বলো,
তোমার বুকের মাঝে যে সুগন্ধি নিয়েছি মেখে , অন্তরে রেখেছি ঢেকে,
তা কি আর মিলিয়ে যাবে হাওয়ায়?
নন্দিত নন্দনে বন্দিত ভালবাসা
কখনো হারাবার নয় নন্দিতা-
জানি তা উপলব্ধির ক্ষমতা তোমার
শতভাগ
সেই বিশ্বাসেই বেঁচে আছি।
       ****