রজনী একদিন তুমি ছিলে আমার -
অবচেতন কল্পনার সমস্ত অস্তিত্বের মাঝে,
আকাশের মাঝে যেমন করে নীলিমা
ফুলের মাঝে যেমন করে ঘ্রাণ মিশে থাকে।
এই তো সেদিনের কথা-
তুমি কেমন করে বেড়ে উঠেছিলে
আমারই চোখের সমনে ;
যেমন করে বেড়ে উঠে অপরাজিতা
বাতাসে স্পন্দিত হয় পাঁপড়ি।
মনে হয় সেই মেঠো পথ
মিশে গেছে সবুজের প্রান্ত রেখা ছুঁয়ে;
শিশিরের জলগুলি যেন দানা বেঁধে উঠেছিল -
ঘাসের ডগার উপর,
একটি দু'টি করে সরিষার পাঁপড়িগুলি জমেছিল তোমার গোলাপী পায়ের পর।
।।
ক্লান্তিহীন সে চলার পথ যেন ছায়া ফেলে মনে,
শেষ যদি নাই হত-
মনে হয় সেই বুঝি ভাল হত।
তারপর কবে কোন একদিন
অজস্র স্মৃতিরে পাশ কেটে
চলে গেলে দূরে, বহু দূরের কোন এক গাঁয়ে।
সব দাবী আশা করে- সব ফুল চাহে ফুটিবার,
জীবনের এই পথে যতবার চলি
ততবার যেন মনে হয়-
সেইদিনের মত করে রজনীকে আর
একান্ত কাছে হবে নাকো পাওয়া।
             ****