আর কতটি দিবস অপেক্ষার পর
তোমার মুখ খানি ভাসবে আঁখিপাতে,
বলো কতটি রজনী বিনিন্দ্র কাটবে,
সাথী হারা কপোতের মত
অনাহারে আকাশ পানে চেয়ে থাকি
শিকারীর বন্দি শালা ভেঙ্গে
আকাশে শরীর ভাসিয়ে ডানা মেলে
ফিরে আসবে আমার পানে।
আর কতটি বসন্ত পরে
তোমার সুরেলা কণ্ঠের সঙ্গীত
ধ্বনিত হবে মোর কানে,
কতটি জোয়ারে ভরলে নদী
তোমার পাল তোলা পানসী
ভীরবে আমার ঘাটে
মাঝি গাইবে ভাটিয়ালি, সারি।
বলো নন্দিতা-
কতটা দীর্ঘ পথ মাড়িয়ে
কতটি পাহাড় ডিঙ্গালে,
কয়টি সাগর জাহাজ ভাসালে?
শুধু একবার বলো-
তোমার অভয় সেখানেই খুঁজবে
তোমায়।
কেন বুঝতে চাওনা
তোমার অভয় অকুতোভয় এক
যাযাবর মরুচারী
শুধু তোমারই জন্য।
শুধু তোমারই জন্যে চেয়ে আছি
দিবস- রজনী
মাধবীলতার মত আঁকরে থাকবো বলে,
তোমার স্পর্শ পাবো বলে।
   ***