মনে পড়ে হেমন্তের সেই দিনগুলি
দূর থেকে সোনালী স্বপ্ন নিয়ে আশা,
ধূসর আকাশে সন্ধ্যার মত চেয়ে থাকা সেই দুটি আঁখি ;
বিক্ষুব্ধ উত্তাল সাগর বক্ষ -
কখনো বা প্রশান্তির নীল আকাশ
কৃষাণের সতৃষ্ণ দৃষ্টি যেমন করে- চেয়ে থাকে কনক  ধানের শীষে ;
প্রত্যাশার স্বপ্ন জাগে ধূসর চোখের তারায়
তেমনি করেই দেখেছিলাম তোমারে অজস্র স্বপ্নের ভীড়ে।
অনেক দিনের পুরনো পৃথিবী যেন -
না জানি কেমন করে -
ফিরে পেলো চলার শক্তি তার।
পথের সন্ধান পেলে অরণ্যে পথহারা পথিক
উদ্বেলিত জীবনের আশা খুঁজে পায়,
স্বপ্নের সাগর হতে তোমাকে পেলাম আমি
বসন্তের বুক হতে সঞ্চিত পুষ্পের মত।
শুধু তোমারই জন্য জীবনের অন্তহীন প্রচেষ্টা,
সামান্য সময়ের জন্য পেয়েছি শান্তির ঠিকানা।
তারপর --
অনেকটি বছর কেটে গেছে
জীবনের এই পথে চলেছি স্মৃতির প্রত্যাশায়,
যদি আর কোনদিন দেখা হয়...
খুব বেশি নয় শুধু এইটুকু স্মৃতি জাগে মনে।
     ***