আমার কাননে একটি পরিষ্ফুটিত গোলাপ
কি অপরূপ শোভা!
স্নিগ্ধ পাঁপড়ি মেলা সে গোলাপের সুগন্ধ
দক্ষিনা বাতাসে ভেসে আসে আমার নাকে,
মক্ষিকার মত আকৃষ্ট হই
মাতালের মত ছুটে যাই অতি কাছে
মাদকতার নেশা আমাকে হাতছানি দেয়,
অপলক চেয়ে থাকি তার পানে
হাত প্রসারিত করি -
কন্টকের আঘাত ভয় করিনা,
অথচ- হাত স্পর্শ করেনা ওর শরীরে
আমারি কাননে যার বাস-
নিজেই যার মালিক
তবু কেন যেন স্পর্শ করার দাবী করিনা।

কেন এমন হয় জানিনা নন্দিতা,
হয়তো পাঁপড়ি গুলি ঝরে যাবে বলে।
তোমার সৌন্দর্যে এতটুকু ছন্দ পতন
একদম সইতে পারিনা - সেটা বোধকরি তুমি বুঝবেনা নন্দিতা।
জানিনা অন্য কোন পতঙ্গ তোমাকে স্পর্শ করে কি'না
এবং সে অধীকার তুমি দেবে কি'না।
তবু বলি তুমি ফুটে থাকো পাঁপড়ি মেলে
আমারই কাননে।
       ****