জানি ভালই আছ এই ফাগুনে
তোমার হৃদয়ে বসন্তের ছোঁয়া
শিমুলের পুষ্পের মত কারু খচিত
অপূর্ব হাসি তার স্পষ্ট নজির।
মেহগনির কচি পাতার মতই
উজ্জিবীত
সবকিছু চলছে নদীর স্রোতের মতই স্বাভাবিক গতিতে,
একটুও বিচলিত নও
সকালের সোনা রোদে গোলাপী ওষ্ঠ তোমার আরো উজ্জ্বল হয়ে উঠে
সুরেলা কণ্ঠের সঙ্গীত খানি যেন
কোকিলের সুরধ্বনি ,
গোধূলী বিকেলের রক্তিম সূর্যালোকে- রবিদার পুকুর পাড়ে
এখনো তোমার অবাধ বিচরণ,
অশান্ত কুন্তল মৃদু আলোড়িত হয়
ঝির ঝিরে বাতাসে,
খুব কাছে থেকে নয় - দূর থেকে
অবলোকন করি
কাছে আসবার অধিকার দাবী করিনা একদম,
অথচ - একদিন আমারই অধিকার ছিল
যা তুমিই আমাকে দিয়েছিলে -
আজ সব ভুলে গেছ নন্দিতা !
কত সহজেই বদলে যেতে পার
ভাবতে পারিনা,
গিরগিটির মত রং বদলাতে পারো মূহুর্তে
টিসূ পেপারের মত প্রোয়জন শেষ হলেই ডাস্টবিনের পদার্থ যেন।
সব ইতিহাস ভুলে যাও তবু অনুযোগ নেই
শুধু একটা কথা জেনে রাখ
তোমার বসন্তে আর কখনো আসবোনা ভালবাসার দাবী নিয়ে ...
     ***