মন হরষে দিবসও সাঁঝে
মোর হৃদয়ে যে বাঁশীর বাজে,
অনুক্ষণ ভাবিয়া দেখেছি আমি
আর কেউ নয় অনন্যা শুধুই তুমি।
ইথারে যে সুর ভাসিয়া বেড়ায়
বিহঙ্গ গেয়ে যায় শুন্যে ভেসে পাখায়।
নিরেট অন্ধকারে জোনাকির আলো
নিস্তব্ধ পৃথিবীর বুকে কেটেছে কালো।
তবু কেন মন মিছে অকারণ,
তপ্ত মরুর লু-হাওয়ার অণল।
যদি থাকো তুমি হৃদয় আসন
দক্ষিণা মলয়ে দূর হয় দহন।
অতৃপ্ত বাসনা জাগে- সে নাহি মোর ভাগে,
তুমিতো রয়েছ সুখে- পুষ্পিত কুসুম বাগে।
বিরহ সহিতে না পারি - হয়েও রাধিকা নারী
তব তোমা সুখে অপার শান্তি মোর অবনী।
আমি তৃষিত চাতক, আছি চেয়ে মেঘ পানে
তুমি বাদল হয়ে শিতল করিবে কী প্রাণে।
নন্দিত নন্দনে তুমি আজি সুখের রাণী
আমার তৃষিত বক্ষ জুড়িয়া দাবানলের অগ্নি।
শ্রান্ত হইবে কী বুক, আসিবে অতৃপ্ত সুখ
বলনা কাহ্নরে তুমি কাটবে কি মোর দুখ।
            ***