একদিন দোয়েল পাখি হবো ,উড়বো তোমাদের শস্য ক্ষেতে ,
মাড়িয়ে যাবো তোমাদের ডালিম পেয়ারা গাছ।


একদিন নদী হবো ,বয়ে যাবো তোমাদের বাড়ির সামনে দিয়ে ,
আমার জলে সাঁতার কাটবে গ্রামের পল্লী বালক।


একদিন চমৎকার রৌদ্র হবো ,ছড়িয়ে যাবো এই বাংলার পরতে ,
কুমড়ো ফুলের শিশির কনা ছড়িয়ে মাখাব হাতে।


একদিন দুষ্ট বালক হবো ,ঘুড়ি উড়াবো দিগন্ত জোড়া আকাশে ,
অভিমান করে মায়ের বকুনি খাবো।


একদিন মরে যাবো এই বাংলায় ,আবার শিমুল ,কৃষ্ণচূড়ার লাল রঙের গোমটা পরে ,
সোনালু ফুলের দুলদুলানীতে দোল খাব বাতাসে।


এই সব দিনগুলি ,এই সব সোনালী রঙের মাঝে আমায় নিও বরন করে তোমাদের আঁচলের ফাঁকে।
পাখির ডানায় ,দিগন্ত জুড়ে আসবো ফিরে ঝাঁকে ঝাঁকে।