মাছি নয় মৌমাছি নয়
ডেঙ্গু এডিস মশা
তার কামড়ে ডেঙ্গু জ্বরে
সবার কাহিল দশা
হাতে পায়ে পিঠে কাঁধে
মশার কামড় সেকি!
ডেঙ্গুর ভয় সঙ্গে নিয়ে
আমরা ঢাকায় থাকি।
সকাল সন্ধ্যা এডিস মশা
কামড়ায় ধরে ধরে
শোষক এডিস দুষ্টু কত
চিনছি হারে হারে।
দিনকে দিনে চলছে বেড়ে
এদের প্রডাকশন
বাড়ছে জ্বর মরছে মানুষ
খারাপ সিচুয়েশন।
কামান নাই ঔষধও নাই
হয় না মশা নিধন
তারপরও তো ঘুমায় ঘোরে
সিটি কর্পোরেশন।
ঔষুধ নিয়ে চলছে হালার
টালবাহানা ত্যানত্যান
চোর, ঠগ, বাটপার করে
মশার মতো ভ্যানভ্যান।
শোষক কত এই সমাজে
শোষিত তো আমরাই
ইচ্ছে করে তাদের ধরে
মশার লাহান কামড়াই।


মিরপুর, 26 7 2019