যে অন্তরে শয়তান করে বসবাস
সে অন্তরে আল্লাহ করে নাকো বাস ।
যে অন্তর আঁধারেতে গিয়েছে ঢেকে
আলো ছুটে যায় সে অন্তর থেকে ।
যে অন্তর নয় আবৃত অন্যায় দ্বারা
সে অন্তরে বয় সদা ন্যায়ের ফল্গুধারা ।
যে অন্তরে সত্য থাকে আমরণ
কেঁটে যায় মিথ্যার সব আভরণ ।
যে অন্তর লিপ্ত সদা ইবাদতে
সে অন্তর ডুবেনা কভূ আদামতে ।
যে অন্তর দ্বারা হয় শুধু অবিচার
ঠাঁই না পায় সেথা কভূ সুবিচার ।
যে অন্তরে ভালবাসা থাকে নিরবধি
ঘৃণা সেথা মরে রয় জন্মাবধি ।
যে অন্তরে হাসি থাকে প্রতিক্ষণ
সে অন্তরে কান্না দূর সারাক্ষণ ।
অন্যের দু:খে যে অন্তর দু:খি
স্বীয়সুখে সে অন্তর হয়না সুখী ।
যে অন্তরে লাভ-লোভ নাই বিদ্বেষ
সে অন্তরে থাকে নাকো হিংসের লেশ ।
সুন্দর অন্তর স্বর্গেতে বাস
কুৎসিত অন্তর নরকে নিবাস ।
অন্তর সুন্দর করি প্রতিক্ষণ
নইলে জনমিয়া বৃথাই জীবন ।