যে ক্ষণে গুনাহ করেছি ভবে
বাজে খেয়ালে লুটেছি মজা
সে ক্ষণে তুমি দেখেছ সবে
সয়েছ তবু দাওনি সাজা।


বলনি 'বেকুব পশু হয়ে যা'
দাওনি কোন রোগ -ব্যাধি কঠিন
বলনি 'হে মাটি এরে গিলে খা'
দাওনি বিষম  অভাব-অনটন।


প্রতিশোধ যদি নিতে সে ক্ষণে
লাঞ্চিত যদি করিতে প্রভূ
তামাশা করিত শত লোকজনে
কতলোকে কত দিত মোরে থুথু।


তুমি ক্ষমাশীল দয়ার আধার
কত যে তোমার হেলেম ও করম
ক্ষম অপরাধ আমি গুনাহগার
মরিছে অধম লাজে ও শরম।।
~~~~~~~~~~~~~~~~~~
মিরপুর, 05 09 2019