কত দেশ মহাদেশ করেছি ভ্রমন
কত কি যে দেখেছি মেলে দুনয়ন
দেখিনি কোনখানে বাংলা মতন ।।


কত দেশে দেখেছি কত নদনদী
প্রান্তর, পথ, ঘাট, ভূধর জলধি
সকলের মাঝে ভাসে বাংলা মূরতি ।।


বাংলার নদীনালা পথ প্রান্তর
দেখিলে নয়ন মেলি জুড়ায় অন্তর
সিন্ধুরুপ মনে হয় যত সরবর ।।


কত দেশে কত শত পুষ্প কানন
বাংলার পুষ্পরাজি জুড়ায় নয়ন
নাই কোথা শোভারুপ বাংলা মতন ।।


শুনেছি কত দেশে কত রুপ ভাষা
শুনি যত কমে তত এ মনের তৃষা
বাংলা ছাড়া মনের মেটে না যে আশা ।।


বাংলার লতাপাতা আর ফুলফল
পশুপক্ষী, ব্যোম-বায়ু, শস্য-শ্যামল    
পাইনি কোথাও এমন নির্মল জল ।।


এ দেশের আঊশ আমন ধান ক্ষেতে ক্ষেতে
শ্যমল শোভা রুপে মন উঠে মেতে
দেখিনি  এমন রুপ কোথাও কোনমতে ।।


এতরুপ এতশোভা সবুজের সমাহার
বাংলা মায়ের মত কোথাও না দেখি আর ।।