যে মরদ সে বিপ্লবী হবে
যে বিপ্লবী হবে সে যুদ্ধে যাবে
যে যুদ্ধে যাবে সে ফিলিস্তিনে যাবে
সে যাবে কুদসে, বেথেলহেমে, রাফায়
সে তার গাজায় থাকা মৃতপ্রায় ভাইকে রক্ষা করবে
সাদা ফসফরাসযুক্ত গোলাবারুদের  নিচে থাকা মাকে বাঁচাবে
বারুদের উপত্যকায় কিংবা
সারি সারি ট্যাংকে চাপা পড়ে থাকা বোনকে রক্ষা করবে
ধ্বংসস্তুপের নিচের দুগ্ধপোষ্য শিশুর কান্নার প্রতিশোধ নেবে
ইনকিউবেটরে থাকা সদ্য জন্ম নেওয়া শিশুকে সাহায্য করবে
সে প্রতিবাদী হয়ে ওঠবে
সে পাখি, ফুল আর শিশুর মতো যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবে
অমানুষ আর মানবতাহীনদের বিরুদ্ধে দাঁড়াবে
বুনো পশুর চেয়ে জঘন্য হন্তারকের বিরুদ্ধে দাঁড়াবে
অবৈধ দুর্মর দখলদারদের বিরুদ্ধে দাঁড়াবে
সে জাগাবে, জেগে উঠবে
সে তার বৈধ মাতৃভূমির জন্যে হয় জীবন দিবে না হয় আত্মবিসর্জন।।
হে বিপ্লবী ! হে স্বাধীনতাকামী ! হে ফিলিস্তিন !!
আমাকে ক্ষমা করো
আমার হাত আছে কিন্তু আমার কোনো অস্ত্র নেই
আমার পাসপোর্ট আছে কিন্তু গাজায় যাবার অনুমতি নেই
আমি বিপ্লবী না হলেও আমার সমস্ত জুড়ে ভালবাসা আছে
তোমাকে, তোমার বিপ্লবী আত্মাকে সে ভালোবাসায় ভরিয়ে দিলাম
কিছু মুহুর্তে ভালবাসাও অনেক বেশি কার্যকর-
হে মুক্তিকামী বিপ্লবী ফিলিস্তিন !!!
---------------------------------------------------------------------
মিরপুর, ১৮ নভে: ২০২৩