তুমিও বুড়িয়ে গেলে
আমিও
কত প্রেমসুধা ছিল
অমিয় ।।
বয়সের ভারে  নুব্জ; প্রেম যায় না
ভোলা
মাঝে মাঝে তব স্মৃতি মনে দেয়
দোলা ।
মরণের চেয়েও বেশী স্মৃতি মনে
পড়ে
চলে যাব তবু আছো মোর সব
জুড়ে  ।
থেমে থাকে না বয়স থাকে কিছু
প্রেম
বয়স তো খেলে এক মরনের
গেম ।।
উঁকি দেয় প্রেম কালে ক্ষণকালে
ভালে
বয়সের ইতি ঘটে বড়ইয়ের
ডালে ।।