,,,,,,,<><>,,,,,,,,<><>,,,,,,,,


প্রচন্ড  গরমে প্রকৃতি সিদ্ধ
এসো হে বৃষ্টি করিতে ঋদ্ধ ।


ময়ুর নাচুক পেখম তুলে
বিরহী বৃক্ষ নাচুক ঢুলে ।


মেদুর বরষায় মদুক বনানী
স্নিগ্ধ শোভায় শোভুক ধরনী ।


বাদল নাচুক মধুর ছন্দে,
হাঁসফাঁসে প্রহর.কাটুকানন্দে ।


ফুল ছড়ায়ে হাসুক কানন
থামুক এখন পাখির কাঁদন ।


চপল হরিণ ছুটুক বনে
লাগুক ছোঁয়া সবার প্রাণে ।


বৃষ্টি হাওয়া লাগুক পালে.
কলমী কদম ফুটুক ডালে ।


রিমঝিম শব্দে ঝরুক বরষা
ধরনী নবসাজে সাজুক তরসা ।


করুক প্রস্থান রুক্ষ হাহাকার
হৃদয় আনন্দে নাচুক সবাকার ।


বৃষ্টি প্রেমে পাগল পারা
এসো হে শীতল বৃষ্টি ধারা ।।


,,,,,,,,,<>,,,,,,,,,<>,,,,,,,,,,,,


বি: দ্র: ছন্দবদ্ধ অত্র কবিতাটি কয়েক দিনের কাঠফাটা রোদ বাংলার প্রকৃতিতে যে অস্বস্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে -সেটাকে কেন্দ্র করে লেখা  । সব মিলিয়ে সারা দেশে এখন বইছে দাবদাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এর মাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালে টানা কয়েক দিন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ।