স্বার্থের দ্বন্দ্বে ধরনী ক্লান্ত
অন্যায় অবিচার করি অবিশ্রান্ত
জীবনের প্রয়োজনে কত অনিষ্ট
করছি নিশিদিন জীবন পিষ্ট
মিথ্যা, ছলনা, চুরি, ডাকাতি
মারামারি, খুনাখুনি আরও জালিয়াতি
ভূমি নিয়ে হানাহানি দেখি প্রতিনিয়ত
জালিয়াতি করিতেও সকলে উন্মত্ত
ব্যস্ত সদা সবাই স্বীয়স্বার্থ উদ্ধ্বারে
যেন ’নিজে বাঁচলে বাপের নাম’-এ ভব সংসারে
দূর্নীত অন্যায় আরও কত অনাচার
করছি প্রত্যহ নাই ভয়, নাই ডর
একটু সহানুভূতি, দয়া ও মমতা
কজনার মুখে শুনি সেবার বারতা
স্বার্থের ধরনীতে দূর্লভ মানবতা
কারো মনে জাগে নাতো মহানুভবতা
বেকুফের মত করি কত অধর্ম
পরকাল মানিনা তাই করি বাজে কর্ম
স্বার্থের ধান্ধায় চক্ষু অন্ধ
প্রীতিহীন অন্তর হিংসায় আবদ্ধ
এ জীবন, সংসার, পরিজন, ইহকাল
ভাবিতেছি শ্রেষ্ঠ ভাবিনাতো পরকাল
আাল্লাহ, রসূল আর পরকাল মুলে
বিশ্বাস নাই সবই যাইতেছি ভূলে
নাই কেন পরকাল আাযাবের বোধ
আসলে যে নাই মনে ধর্মবোধ ।।