দিন যায়-
সুখগুলো মরীচিকা সম
দু:খ হয়ে আমায় কাঁদায় ।
আসে রাত-
স্মৃতিগুলো বেদনায় মরে মাথাকুটে
বিনিদ্র জাগি শুয়ে কাৎ ।
হয় ভোর-
লাভালাভের ডায়রিটা খতিয়ে দেখি
আছে শুধু জীবনের ব্যর্থতা মোর ।
আমি দু:খিজন
হতাশায় থাকি প্রতিক্ষণ ।
সুখ নাই, হাসি নাই
এ বুকে আশা নাই ।
আশাগুলো কেঁদে মরে
হৃদয়ে কাঁপন ধরে
ঘুরিফিরি মাঠে-বাটে
এভাবে দিন কাঁটে ।।