এই জলন্ত অগ্নিকান্ডে তোমাকে বাঁচাতে
আমি হলাম সন্ধানী বীর ডুবুরি ।
তোমার মলিন মুখে অন্ধকারের মেলা দেখেছিলাম
তোমার অস্থির মার্বেল দৃষ্টিতে দেখেছি এক দলছুট হরিণীর প্রেক্ষাপট !
তোমার স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছিল আকাশ, বাতাস, আর
ঝালকাঠির সুগন্ধা নদীর তীর।
বেশ অস্পষ্ট চোখে তোমাকে দেখেছি কাল
আর তোমার স্পষ্ট মলিন মুখ আমায় অলখে বলে—
এভাবে কাউকে বাঁচাতে এসো না, নিজেই বিপন্ন হবে
সুগন্ধা, আমি বিপন্ন হবো বারবার
তবু তোমার সন্ধানে ডুবুরি-ই হবো ।।