উঠানে দাঁড়িয়ে তুমি
প্রভাত আলোতে
বিস্ময়াবিষ্ট হলে
আমি আসাতে ।।


চমকিয়া উঠিলে
তুমি হে সখা
হঠাৎ পেয়ে সেথা
আমার দেখা ।।


দাঁড়াইলে তথায় যথা
দাঁড়িয়ে আমি
আমায় দেখে
ব্যকুল হইলে তুমি ।।


সরল হাসির রেখা
শোভা মুখেতে
সদ্য উঠিছ বুঝি
বিছানা হতে ।।


চোখে চোখে চারি চোখ
হল অচিরাৎ
তোমারে বলিনু আমি
'শুভ প্রভাত' ।।


লাজ নত চোখে তুমি
চেয়ে আমা পানে
আশ্চর্য্য ভঙ্গিতে যেন
কি ভাবিলে মনে ।।


বলিতে চাহিলে তবু
বলিলে না কিছু
পলক ফিরায়ে নিলে
চেয়ে তব পিছু ।।


কি ভাবিছে কেবা মনে-
এই সংশয়
বলিলে না কিছু তাই
মনে রেখে ভয় ।।


আসিনু আমিও তাই
না করে দেরি
আসিবার কালে দেখি
দেখিছ ফিরি ।।


(বি: দ্র: কবিতাটি রচিত হয়েছিল এক শীতের সকালে আমার পার্শ্ববর্তী গ্রামে প্রাত:ভ্রমনে এক সুন্দরী ললনার সাথে আকস্মিক দেখা হওয়াকে কেন্দ্র করে)