চৈত্রের রাত্রিতে
কংকন ছন্দে
নেচেছিল হিয়ামন
কী যে আনন্দে !!


ওড়নার শোভা ছিল
তব স্কন্ধে
উদাস ছিল মন
কেশের ঈষৎ গন্ধে ।।


যুগল চরণের
চটুল ছন্দে
তন্দ্রার ভাব কাঁটে
ছন্দে দ্বন্দ্বে ।।


সুবাসিত শরীরের
সুবাস গন্ধে
মর্মে পশেছিল
ভেদি নাসারন্ধ্রে।।


হৃদয়ের মাঝে যেন
হৃদয় বন্ধে
ভালোবাসায় পোড়ামন
নেচেছিল ছন্দে ।।


মায়াবী চোখ দুটির
মায়ার বন্দে
প্রণয়ের রাত ছিল
মৃদু ভালমন্দে ।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,