সুন্নাত নিয়ে বেজায় সজাগ
ফরয করে ক্বাযা,
কোরবানী দেই কোরবানী দেই
থাক না নামায রোযা।
ফরয যতো হোক ব্যহত
বাড়ুক গুনাহর বোঝা,
পুলসিরাতটা হবোই তো পার
পুচ্ছ ধরে সোজা।।


দেখ না ভেবে মিলবে কি লাভ?
তোর কোরবানীর ভাগে,
না দিস যদি কোরবানী তোর
পশুত্বটা আগে।
বৃথাই তোর কোরবানী- ঈদ
বৃথাই এটুক ত্যাগে,
মওলা প্রেমের জজবা যদি
তোর হৃদে না জাগে।।
------------
মিরপুর, 11 জুলাই