বন্ধ ঘরের দুয়ার আমার খুলবে দয়াল কবে ?
বন্ধ ঘরের অন্ধকারে, রাখলে তুমি অন্ধ করে
থাকতে অনেক তবু তো নেই হারিয়ে গেল সবে
থাকতে আলো আঁধারে কি কাটবে জীবন ভবে ??


তুমি দয়াল দয়ার আধার কর মেহেরবানী
অন্ধ চোখে দাও হে জ্যোতি
পামর মনে দাও সুমতি
কৃপাগুনে মাফ করে দাও আমার নাফরমানী
তোমার রাহে সঁপিনু মোর রিক্ত জীবন খানি ।।


পূর্ণ ভূবন মাঝে আমি শুন্য জীবন ভর
নীড় হারা এক পাখির মত
দু:খে-শোকে জীবন হত
নাই যে আমার ধন-জন-মান; নাই যে আপন ঘর
তুমি দয়াল আছ বলে তাই লাগে না ডর ।।


এবার আমার বন্ধ ঘরের দুয়ার খোল প্রভূ
যেন আমি মুগ্ধ মনে, যেতে পারি আলোর পানে
ঢের হয়েছে সাজা তোমার আর দিও না কভু
আজ এ ক্ষণে এই মিনতি রাখছি আমি প্রভূ ।।