সৃষ্টির সেরা জীব করে দুনিয়ায়
সৃজন করিলেন মোরে প্রভূ দয়াময় ।
বিবেক বুদ্ধি জ্ঞান করিলেন দান
তাসত্ত্বে পাপকাজে মজি দিনমান ।
স্বেচ্ছায় স্বজ্ঞানে করি কত পাপ
সীমার অন্তর; না করি পরিতাপ ।
জীবন যৌবন সব পাপে হলো ক্ষয়
তবুও না লাগে মনে আযাবের ভয় ।
পাপ কাজে মজি যবে কাঁপি থরথর
কিন্তু না কাঁপে ভয়ে পাষাণ অন্তর ।
বুঝেও না বুঝি কভূ স্বীয় অভিলাষ
জেনে শুনে গুনাহ কাজে থাকি বারমাস ।
মুখে কত বড় বুলি করি শত বয়ান
করি পাপ আড়ালে; না থাকে হুঁশজ্ঞান ।
ছোটছোট বিপদে ফেলি মাঝেমাঝে
আমারে ফিরাতে চাহ তুমি ভাল কাজে ।
তবুও না সম্বিত ফিরে নাহি পাই
তোমার ভয়ে কভূ ফিরে নাহি চাই ।
কাল কাটি বসি বসি করি অবহেলা
আসল কার্য ছাড়ি করি বাজে খেলা ।
মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান
নামে মুসলিম । প্রভূ ! শূন্য ঈমান ।।