আলোয় এসেছি ভাই আলোয় চলিতে চাই
তবু কেন চলিতে না পাই ??
কেন বিবাগী সেজে  ঘুরি সবার মাঝে
কাজ তো কিছুই নাই ।।


বিদ্যা-বুদ্ধি আছে দেহেতে বল আছে
তবু কোন গুণ নাই !!
ব্যর্থ জীবনকাল এ যেন পাপের ফল
তবু কোন হুঁশ নাই !!


নিজেই নিজের ভূলে আলোর পথ ভুলে
করছি আঁধারে বসবাস,
চারিদিকে কতলোকে অনুদিন আমাকে
করছে তাই উপহাস ।।


তবু -----------
অলস তন্দ্রা ঘোর সে ঘোরে থাকি বিভোর
কাটি দিন ক্ষণ,
দিন যত গত হয় মাঝে মাঝে মনে হয়
ব্যর্থ ধরায় আগমন।।


তাই --------------
দু:খে-শোকে আমি যে জ্বলছি প্রতিক্ষণ
আঁধারের ঘেরাটোপে ত্রিশঙ্কু এ জীবন !!


উপহাস-পরিহাসে কাটিল নিশিদিন
হতাশার দোলাচলে  দিনে দিনে হনু দীন ।।


মরীচিকার পিছে পিছে ব্যর্থ ঘুরে হায়
আলো  ভেবে যে ধরিলাম আলেয়ায় !!


অর্ধজীবন গেল করে সুখ পরিহার
সায়রে খুঁজে কমল ভাবিয়া সরোবর ।।


পাপে নিমগ্ন  থেকে জীবনের অর্ধকাল
জ্ঞানবুদ্ধি সত্ত্বে গেল ইহকাল  পরকাল ।।


অনন্ত মাধুরি আমায় দিল যে জগৎস্বামী
করিলাম হেলা সবে কত নির্বোধ আমি !!!!


বি: দ্র: মানুষ মায়ের উদর (অন্ধকার) থেকে পৃথিবীতে (আলোতে) আসে । মহান স্রষ্ঠা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসে তাকে সৃষ্টির সেরা হিসেবেও ঘোষনা দিয়েছেন । তাদেরকে যে অনন্ত মাধুরীও (অসংখ্য মানবিক গূণাবলী ও যোগ্যতা) দান করেছেন মানুষ সেসব ভূলে গিয়ে নিজেই নিজের অন্যায়, জুলুম, পাপ ও ভূল দ্বারা নিজের (দুনিয়া-আখেরাত) চরম ক্ষতি করছে । অত্র কবিতায় তাদেরকেই নির্বোধ বলা হয়েছে ।