যুদ্ধ দেখিনি-
তবে আল শিফা হাসপাতালে বোমা বর্ষণ দেখেছি ।
সারি সারি অসংখ্য গোলাপের বিসর্জন
মেঝেতে, প্রসারিত হলওয়েতে লাশের স্তূপ;
নৃশংস হত্যাকান্ড । সব দিকে হাহাকার
গগন বিদারী চিৎকার
নিমিষে নিস্তব্ধ উপত্যকার জীবন ।


বেঁচে থাকার স্বপ্ন কি তা দেখেছি-
১৬ মাস বয়সী মেলিসা,
সপ্তাহ আগেই হাঁটতে শিখেছিল সে ।
মেরুদণ্ডের ভেতরে ক্ষেপণাস্ত্রের টুকরা !
বুক থেকে পা পর্যন্ত অবশ !
নরম দেহের উপর বিশাল ধ্বংসস্তূপ !
তবু স্থির দৃষ্টিতে কার যেন অপেক্ষায়….


সে জানে না তার পরিবারের কেউই বেঁচে নেই ।


চরম অবিচার, নৃশংস সভ্যতা, এত বড় পরিসরে দুর্ভোগ  
বিশাল পৃথিবী, আট শ’ কোটি মানুষ ! সবাই নীরব  !!
আন্তর্জাতিক মানবিক আইন অকার্যকর,
বিশ্ব ব্যর্থ, সংঘ- সমিতির লক্ষ শুভংকরের ফাঁকি,
যুদ্ধ থামানোর ক্ষমতা নেই গুতেরেসের ।
গাজার সমুখে এখন নেই কোন পথ; হয় জীবন না হয় মরণ ।।  
(অভিযাত্রিক-২০২৪)