প্রতীক্ষা একটি শিশুর জন্য-
এ দেশের কোনো শহর, গ্রামে
আসবে সে এক নতুন নামে
দেশ করিতে ধন্য ।।


সে করবে ভাল কাজ
তার নয়নে আশার আলো
দূর করিবে আঁধার কালো
পড়বে মাথায় তাজ ।।


দিবস-রাতি, সাঁঝ-প্রভাতে
দু:খ জ্বালা দৈন্য যত
সেসব দেখে অবিরত
ঝড়বে বারি নয়নপাতে ।।


আসবে সে এ জমানায় ভাই
হিংসা-দ্বেষের এই লগনে
করতে মুখর সুখের গানে
আনন্দের তাই সীমানা নাই ।।